ক্ষমতার অপব্যবহারের প্রশ্নই যখন উঠল, তখন 'ব্রিজভূষণের বিরুদ্ধে মেয়ের বাবার পক্সো ধারায় এফ আই আর প্রত্যাহার' মর্মে যে সংবাদ প্রায়শ দেখা যাচ্ছে গণমাধ্যমে, তা নিয়েও আলোচনা করা যাক। প্রথমত, পক্সো প্রত্যাহার করা যায় না। এটি নন-কম্পাউন্ডেবল অপরাধ। মানে, অভিযোগকারী একবার অভিযোগ করলে আর তুলে নিতে পারে না৷ মানে, অভিযোগকারী ও অভিযুক্ত যদি নিজেদের মধ্যে আপোস মীমাংসা করেও নেয়, তাহলেও আদালতে কেস উঠবে ও বিচারক তা খতিয়ে দেখবেন। ব্রিজ ভূষণের ক্ষেত্রে কেন তা হবে না?
by শতাব্দী দাশ | 20 June, 2023 | 1394 | Tags : Brijbhushan Sharan Singh Delhi Police Charge Sheet Wrestlers Protest